খালেদা জিয়া হবেন প্রধান মন্ত্রী , না হলে তারেক রহমান - শেখ হাসিনার প্রশ্নের জবাব দিলেন মির্জা ফকরুল 




খালেদা জিয়া হবেন প্রধান মন্ত্রী , না হলে তারেক রহমান : প্রশ্নের জবাবা দিলেন মির্জা ফকরুল










বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বি এন পি র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের দল নির্বাচনে জয় লাভ করলে খালেদা জিয়া হবেন প্রধান মন্ত্রী। 







খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান প্রধান মন্ত্রী হবেন বলে তিনি উল্লেখ করেছেন। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বি এন পি র নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলাই মিঃ আলমগীর তার উত্তরে বলেন , তিনি ক্ষমতায় আসলে তাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা আইনগত ভাবে প্রত্যাহার করে নেয়া হবে। এসব মামলাকে তিনি মিথ্যা মামলা হিসাবে বর্ণনা করেন। 




খালেদা জিয়া হবেন প্রধান মন্ত্রী , না হলে তারেক রহমান : প্রশ্নের জবাবা দিলেন মির্জা ফকরুল










খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলার সাজা হবার বিষয়টি উল্লেখ করে সংবাদ সম্মলনে প্রধান মন্ত্রী প্রশ্ন তোলেন , " দলটির নেতৃত্ব কার হাতে এবং কে নেতা ? ওরা নির্বাচন করবে কি নিয়ে , পুঁজি কি ? 



আরো পড়ুন :












প্রধান মন্ত্রী বলেন " তারা যে নির্বাচন করবে কাকে দেখাবে নেতা হিসাবে ? সাজাপ্রাপ্ত পলাতককে ? সে তো এদেশের নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছেন। সাজা প্রাপ্ত হয়ে ব্রিটিশ নাগরিক হলো কিভাবে ? এ নিয়ে তারা কিভাবে নির্বাচন করবে ? সেটাই বড় কথা। এখানে গণতন্ত্রের দোষ কোথায়। " 





খালেদা জিয়া হবেন প্রধান মন্ত্রী , না হলে তারেক রহমান : প্রশ্নের জবাবা দিলেন মির্জা ফকরুল











এর প্রতিক্রিয়ায় বি এন পি মহাসচিব এসব প্রশ্নকে অবান্তর হিসাবে বর্ণনা করেন। 





তিনি বলেন আমাদের নেত্রী তো আছেন।  আমাদের সাবেক প্রধান মন্ত্রী , যিনি তিন বার প্রধান মন্ত্রী হয়েছেন।  বিরোধী দলের নেতা ছিলেন দুই বার। তিনি অবশই প্রধান মন্ত্রী হবেন। 




তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ার পার্সন জনাব তারেক রহমান প্রধান মন্ত্রী হবেন , যদি আমরা নির্বাচনে জয় লাভ করি। 




আরো পড়ুন :















Post a Comment