বিএনপি নির্বাচনে জয়ী হলে তাদের সরকার প্রধান কে হবে ?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, একটি দল নির্বাচনে অংশ নিতে আর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে দেখতে হবে যে সেই দল নির্বাচনে জয়ী হলে কে হবে তাদের সরকার প্রধান। নিএনপি যে অংশ নেবে আগামী নির্বাচনে তারা কাকে দেখবে?
এক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন সম্পর্কিত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন ''দলটি নেতৃত্ব কার হাতে এবং কে নেতা? ওরা ইলেকশন করবে কি নিয়ে, পূজি কি? বিএনপির কি একটাও যোগ্য নেতা যাকে তারা চেয়ারম্যন করতে পারে''?
''ওদের জন্য কান্নাকাটি করে লাভ নেই। ওরা ইলেকশন করবে কাকে নিয়ে, আমাকে বলতে পারবেন?'' পালটা প্রশ্ন করেন তিনি।
ঢাকার কাছে মাওয়ার পদ্মা নদীর উপর নির্মিত সেতু উদ্ভোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। তবে এতে চলমান বন্যা পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।
আগামী শনিবার প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প হিসেবে পদ্মা সেতু উদ্ভোধন করবেন বলে কথা রয়েছে।
কংক্রিট ও স্টিলের কাঠামো তৈরি দ্বিতল এ সেতুর উপরের অংশ দিয়ে গাড়ি ও নিচতলা দিতে রেল চলাচল করবে। সেতুটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলের সাথে রাজধানী ঢাকার সরাসরি সড়কে যোগাযোগ তৈরি করেছে।
বন্যায় সময়োচিত পদক্ষেপ নিয়েছে
সংবাদ সম্মেলনের শুরুতে শেখ হাসিনা সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ও তা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের বর্ণনা দেন।
অস্বাভাবিক বন্যার মোকাবেলা সক্ষমতা সরকারের আছে উল্লেখ করে তিনি বলেন, ভৌগলিক কারণেই বাংলাদেশের মানুষকে বন্যার সাথে বসবাস করতে হবে এবং সেটা মনে নিতে হবে।
''দুর্যোগ ঠেকানো যায় না,কিন্তু ক্ষতি যেন কম হয় সেই ব্যবস্থা নিয়েছি। সিলেটে এতো বেশি বন্যা ১২২ বছরেসবার দেখেনি ওরা। সবচেয়ে ভয়াবহ এই বন্যা মোকাবেলায় সব ব্যবস্থা নিয়েছি। সব জায়গায় ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি ও সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে,''বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন,বন্যা পরিস্থিতি বিশেষ করে রাস্তাঘাট ও বাড়িঘর মেরামতের বিষয়ে তার সরকার সজাগ আছে এবং এজন্য বিশেষ বরাদ্দ সব জেলা উপজেলায় দেয়া হয়েছে।
বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষিতে পুনর্বাসন ও কৃষি কাজ শুরুর প্রস্তুতি আছে উল্লেখ করে তিনি বলেন,''আমরা আছি সবসময় তাদের পাশে ,সাধ্যমত চেষ্টা করবো যাতে তাদের কষ্ট না হয় ''
বাংলাদেশে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাধারণত বন্যার ঝুঁকি থাকে বলে তার জন্যও আগাম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন :
আফগানিস্তান : ভূমিকম্পে পাকতিকা প্রদেশে ২৫০ জন নিহত
সামান্য দেরির জন্য দুঃখিত : ৫১ বছর পর বই ফেরত দিয়ে লিখলেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রুশ জেনারেলদের মৃত্যু রহস্য
সামান্য দেরির জন্য দুঃখিত : ৫১ বছর পর বই ফেরত দিয়ে লিখলেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রুশ জেনারেলদের মৃত্যু রহস্য
Post a Comment