বন্যা : ভারতের আসামে নজিরবিহীন বন্যায় বিধ্বস্ত
" সব জায়গাতেই পানি কিন্তু এক ফোটা খাবার পানি নেই " রনুজ চৌধুরী এভাবেই বর্ণনা করেছেন তার বাসার চারপাশের পরিস্তিতি।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পত্যন্ত এক গ্রাম উদিয়ানায় বাস করেন তিনি। পুরো রাজ্যটি এখন ভয়াবহ অবস্থা বন্যায় তছনছ করে দিয়েছে বাড়ি ঘর। বিরতি হীন বৃষ্টিপাতের কারণে খুব দ্রুতই রাস্তাঘাট সব পানিতে ডুবে গিয়েছে।
শেষ পর্যন্ত পানি যখন ঘরে পৌছালো , তখন অন্ধকারের মধোই নিজেদের নিরাপদে রাখতে একসাথে অবস্থান করেছিলেন মিজ চৌধুরী।
দুদিন ধরে নিজের বাড়িতেই আটক তারা , যেটি এখন সাগরের পানির মধ্যে বিচ্ছিন্ন রূপ নিয়েছে।
" আমাদের চারদিকে বন্যার পানি। খাবার পানি নেই বললেও চলে। খাবার ও ফুরিয়ে আসছে। এখন শুনতে পাচ্ছি বন্যার পানি আরো বাড়ছে " বলছিলেন তিনি।
নজিরবিহীন বৃষ্টি আর বন্যায় পানিতে ধ্বংসস্তূপে পরিনিত করছে আসামকে। গ্রাম , খামার , জমি , বাড়ি ঘর সব পানির নিচে।
কতৃপক্ষের হিসাবে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩৩টি বন্যায় আক্রান্ত। মারা গেছে ৩৪ জন আর ঘরবাড়ি ছাড়া হয়েছে প্রায় ৪২ লক্ষ মানুষ।
ভারী বৃষ্টিপাত হয়েছে প্রতিবেশী মেঘালয় রাজ্য ও যেখানে গত সপ্তহে মারা গেছে আরো আট জন।
আসামে সরকার ১১৪৭ টি রিলিফ ক্যাম্প খুলেছে। তবে কতৃপক্ষ বলছে বিপর্যয়ের মাত্রা এত বেশি যে তাদের কাজ করা কঠিন হয়ে পড়ছে। এমন কি রেসকিউ ক্যাম্পগুলোর অবস্থা নড়বড়ে।
ক্যাম্পে খাবার নাই , পানি নাই।, ছেলের জ্বর কিন্তু চিকিৎসকের কাছে নিতে পারছিনা। বললেন হুসনা বেগম নামের উদিয়ানার আরেকজন নারী।
বুধবার বাড়িতে পানি আসার থেকে তিনি দুই সন্তানসহ একটি প্লাস্টিকের তাঁবুতে অবস্থান করেছেন।
" এমন অবস্থা আর কখনো দেখেনি। জীবনেও এত বড় বন্যা দেখেনি বলছিলেন তিনি।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন , অপরিকল্পিত নির্মাণ কাজ আর দ্রুত শিল্পায়নের কারণে দুর্যোগের ঘটনা বাড়ছে প্রতিনিয়ত।
Post a Comment