হিন্দু পুরাণ : হিন্দুদের মতে উপবাস ও তার প্রকারভেদ 


হিন্দু পুরাণ : হিন্দুদের মতে উপবাস ও তার প্রকারভেদ






হিন্দুদের নিকট উপবাস স্বেচ্ছামূলক ও অতিরিক্ত , তার কোনোকিছুই বাধ্যতামূলক নয়। নির্দিষ্ট কালের জন্য আহার থেকে বিরত থাকাই উপবাস। কালের দৈর্ঘ্য ও পালনের নিয়ম সর্বক্ষেত্রে এক নয়। 



উপবাস অর্থ কি ?



উপবাস মানে হলো সর্বইন্দ্রিয়ে সংযম সাধন। উপবাস মানে হলো অভীষ্ট দেবতা বা বিষয়ের প্রতি একাগ্রতা সাধন। মাঝে মাঝে উপবাস মানে হতে পারে দীর্ঘদিন অতি আহারের ফলে সঞ্চিত পেটের চর্বি ক্ষরণ। 






মাধ্যম প্রকারে সাধারণ উপবাস কি ?



মাধ্যম প্রকারে সাধারণ উপবাস , যাতে সবরকম নিয়ম পালিত হয়। তা হচ্ছে : উপবাসের জন্য দিন ধার্য করে , যার অনুগ্রহ লাভ তার কাম্য এবং তার জন্য সে উপবাস পালন করছে , ঈশ্বর দেবতা বা যে-ই  হোক , মনে মনে তার নাম স্মরণ করতে থাকবে। তারপর প্রস্তুত হয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করে , নির্দিষ্ট দিনের পূর্বমধ্যহ্নে আহার করবে।  কাঠি (খেলাল) ও দাঁতন দিয়ে দাঁত মার্জন করবে এবং পরদিন উপবাসের সংকল্প করবে। সংকল্প মুহূর্ত থেকে আর আহার স্পর্শ করবেন। 

প্রাতঃকালে আর একবার দন্তধাবন ও স্নান করবে এবং প্রাত্যাহিক কর্ম সম্পাদন করবে। হাতে জল নিয়ে চতুর্দিক ছিটাবে। তার পরে যার উদ্যেশ্যে উপবাস করবে তার নাম উচরণ করতে থাকবে।  অবস্থায় পরদিন পর্যন্ত থাকবে। ইচ্ছা করলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপবাস ভঙ্গ করতে পারে , নচেৎ মধ্যাহ্ন পর্যন্ত বিলম্ব করতে পারে। 




বিশ্ব সাহিত্য-সংস্কৃতি নিয়ে জানতে ঘুরে আসুন বাংলার পাঁচ মুক্ত সাহিত্যকোষ থেকে । 


উপবাসের প্রকারভেদ 


উপরে উল্লেখিত ব্রতপালনকে উপবাস বলা হয়। কারণ এক মধ্যাহ্ন থেকে আর এক মধ্যাহ্ন পর্যন্ত অনাহারের নাম একনক্ত _ উপবাস নয়। 


আর এক প্রকার উপবাস আছে তার নাম 'কৃচছ' মধ্যাহ্নভোজের পর অনাহারে থেকে পরদিন সন্ধ্যায় আহার করবে , তৃতীয় দিনে অযাচিত অন্ন ছাড়া আর কিছুই আহার করবেনা , চতুর্থ দিনে আবার আহার করবে। 

নির্জলা উপবাস কি ?



আর এক প্রকার উপবাসের নাম 'পরাক' উপর্যপুরি তিন দিন মধ্যাহ্নভোজন করবে , পরবর্তী তিন দিন সন্ধ্যাকালে আহার করবে। তার পরে একটানা তিন দিন নির্জলা উপবাস করবে। 





চন্দ্রনারায়ণ উপবাস 


চন্দ্রনারায়ণ নামে আর এক রকম উপবাস হচ্ছে : পূর্ণিমার দিন উপবাস করে , পরদিন মাত্র কেবল একগ্রাস মাত্র আহার করে। তৃতীয় দিনে তার দ্বিগুন , চতুর্থ দিন তার চতুর্থ দিন তার চার গুন্ আহার করবে , এই ভাবে ভোজন বাড়তে বাড়তে অমাবস্যা পর্যন্ত যাবে। 




মাসবাস উপবাস 



আর এক প্রকারের নাম 'মাসবাস' তাতে এক মাস ধরে প্রত্যেকদিন একটানা অনশন করে যেতে হয়। বিভিন্ন মাসে এই উপবাস পালন করলে পরবর্তী জন্মে তাদের জন্য স্বর্গবাস থাকে। 



আরো পড়ুন :











Post a Comment