সোনারগাঁও :সুলতান ফখর -উদ-দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯)


সোনারগাঁও

   

১৩৩৮ সালে সোনারগাঁও-এর শাসনকর্তা বাহরাম খানের মৃত্যুর পর তার সিলাহদার (বর্ম-রক্ষক )ফখর-উদ-দীন শাসন ক্ষমতা দখল করে সোনারগাঁওকে স্বাধীন বলে ঘোষনা করেন।সোনারগাঁও রাজ্যের স্বাধীন সুলতান হিসেবে তিনি অভিহিত হন সুলতান ফখর-উদ-দীন মুবারক শাহ বলে। দিল্লি সালতানাত তখন সুলতান মুহম্মদ বিন তুঘলকের খামখেয়ালিপনার পরিণামে এবং নানা রকম দুর্বিপাকে দুর্বল।কাজেই দিল্লি থেকে বাংলার পথে ধেয়ে এলো না কোনো দুর্জয় বাহিনী। 


সোনারগাঁও



তবুও নিরাপদ রইলো না সুলতান ফখর-উদ-দীন মুবারক শাহ এর নব ঘোষিত স্বাধীনতা। বাংলার অন্য দুটি বিভাগ লাখনৌতি ও সোনারগাঁও এ তখনো দিল্লি সুলতান কর্তৃক নিয়োজিত শাসনকর্তারাই ক্ষমতাসীন ও দিল্লির অনুগত ছিলেন। 



সোনারগাঁও

সোনারগাঁও-এর খবর পেয়ে লাখনৌতির শাসনকর্তা কদর খান ও হিসাব রক্ষক হুসাম উদ্দিন আবু রাজা ,সাতগাঁও এর শাসনকর্তা আজম-উল-মূলক বা আযম মালিক ইজ্জুদ্দিন ইয়াহিয়া এবং বাংলার বাইরের কারা অঞ্চলের শাসনকর্তা ফিরোজ খান একসঙ্গে ফখর উদ্দিন কে দমন করার জন্য সোনারগাঁও আক্রমণ করেন। সুলতান ফখর-উদ-দীন তাদের মোকাবিলা করেন,কিন্তু যুদ্ধে পরাস্থ হয়ে আশ্রয় গ্রহণ করেন ময়মনসিংহের  মধুপুর নামক জঙ্গলে। 


সোনারগাঁও

খুব সম্ভব,ইজ্জুদ্দিন ইয়াহিয়া যুদ্ধে নিহত হয়েছিলেন। সোনারগাঁও পুনরাধিকার করে সেখানে থেকে যান কদর খান। রাজধানীর বিপুল ধন সম্পদ তার হস্তগত হয়। সেসব নিয়মানুযায়ী দিল্লিতে না পাঠিয়ে নিজের কাছেই রেখে দেন ধনলিপ্সু কদর খান। এমন কি ,সেনাবাহিনীর লোকেরাও রীতি অনুযায়ী তাদের হিস্যা থেকে বঞ্চিত হন।



সোনারগাঁও


 ক্রমে এগিয়ে আসে বর্ষাকাল। কোনো নৌবহর না থাকায় কদর খানের প্রতিরক্ষার ক্ষেত্রে বর্ষাকালটি ছিল খুবই বিপজ্জনক। মধুপুরের আশ্রয় থেকে ফখর-উদ-দীন মুবারক শাহ যে সুযোগের অপেক্ষায় ছিলেন ,বর্ষার আগমনে সে সুযোগও তিনি পেয়ে যান তিনি। তাছাড়াও ফখর-উদ-দীন মুবারক শাহ জানতেন ,সৈন্যদের প্রাপ্য ধন-সম্পদ থেকে  হিস্যা  না দেয়ায় কদর খানের নিজের  সৈন্যরাই তার প্রতি আর তেমন অনুগত নেই। 



সোনারগাঁও


গোপনে মুবারাক শাহ নিশ্চয়ই কদর খানের সৈন্যদের ক্রোধাগ্নিতে কিছুটা ঘৃত সংযোগ ঘটিয়ে থাকবেন।বর্ষাকালেই ফখর-উদ-দীন মুবারক শাহ আক্রমণ করলেন সোনারগাঁও। কদর খান পরাজিত হলেন। কথিত আছে ,নিজ সৈন্যদের হাতেই নিহত হন অর্থলোভী কদর খান। সোনারগাঁও-এর মসনদে আবার আরোহন করেন সুলতান ফখর-উদ-দীন মুবারক শাহ। 


If you visit mwlbd then click the download link.


You have to wait 60 seconds.







Post a Comment