প্রশ্ন : আল্লাহ তা'আলার পরিচয় বিষয়ক  আয়াতের সংখ্যা কত ?


আল্লাহ তা'আলার পরিচয় বিষয়ক আয়াতের সংখ্যা কত ?



উত্তর :


 সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ 





আল্লাহ কে ? 

আল্লাহ হলেন অনন্য , সর্বশক্তিমান এবং একমাত্র সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের স্রষ্টা। আল্লাহ সাধারণত ব্যাক্তিগত নাম হিসেবে দেখা হয়। একটি ধারণা যা সমসাময়িক বৃত্তিতে বিতর্কিত হয়ে ওঠে , যার মধ্যে প্রশ্নটি ছিল , আল্লাহ শব্দটি ঈশ্বর হিসেবে অনুবাদ করা উচিত কিনা ?


"আল্লাহ " শব্দটি হচ্ছে মহান রব্বুল আলামিনের জাট নাম। এর কোনো অনুবাদ হয়না। স্রষ্টা , সৃষ্টিকর্তা , প্রভু , বিধাতা , গড , ঈশ্বর ভগবান কিংবা ক্রিয়েটর এমন কোনো শব্দই আল্লাহর সমান নয়। আল্লাহ শব্দের অর্থ আল্লাহই। এর কোনো প্রতিশব্দ নাই এবং হয় না। আল্লাহ সব ভাষাতেই আল্লাহ। এর লিঙ্গান্তর কিংবা লিঙ্গভেদ নাই। 



আল্লাহ হল সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করার সবচেয়ে সাধারণ শব্দ এবং তার ইচ্ছা , ঐশ্বরিক আদেশের প্রতি নম্র আত্মসমর্পণ হল মুসলিমদের বিশ্বাসের মূল কেন্দ্র। তিনিই একমাত্র প্রতিপালক , মহাবিশ্বের স্রষ্টা এবং মানব এবং জিনজাতির বিচারক। তিনি অদ্বিতীয় এবং অন্তনিহিতভাবে এক , সর্ব দয়াময় এবং সর্বশক্তিমান। কেয়ামত পর্যন্ত কোনো মানুষের অতি নগন্য চোখ আল্লাহকে দেখতে পাবেনা। পবিত্র কোরআন ঘোষণা করে আল্লাহর বাস্তবতা , তার অগম্য রহস্য , তার বিভিন্ন নাম এবং তার সৃষ্টির পক্ষে তার কর্ম। আল্লাহ কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। আল্লাহ , খ্রিস্টান ট্রিনিটির (ট্রিনিটি অর্থ একের ভিতর তিন , খ্রিস্টান ঈশ্বর তিন এর মধ্যে সীমাবদ্ধ , এক ঈশ্বর হিসাবে পিত , পুত্র এবং পবিত্র আত্মা ) অংশ নন। আল্লাহর কোনো পিত মাতা , সন্তান নেই। 


সূরা ইখলাস এ ইরশাদ করেছেন (বাংলা অর্থ ):


  • বলুন , আল্লাহ এক ও অদ্বিতীয়। 
  • চিরন্তন ঈশ্বর 
  • তিনি জন্ম দেননি, তিন জন্মগ্রহণ করেননি। 
  • আর তার সমতুল্য কেউ নেই। 



আল্লাহ তা'আলার পরিচয় বিষয়ক  আয়াতের সংখ্যা ২৫ টি। 







আল - বাকারা (২/২৫৫): (বাংলা অনুবাদ )


আল্লাহ ! তিনি ব্যাতীত কোনো উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক , সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করেনা। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তার। কে আছে এমন , যে তার অনুমতি ব্যাতিত তার নিকট সুপারিশ করতে পারে ? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুক ইচ্ছা করেন তা ব্যাতিত , তারা জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারেননা। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয়না। তিনিই সর্বোচ , মহীয়ান।  ( আয়তুল কুরসী )






আন নিসা (৪/৮৭) : বাংলা অনুবাদ 


আল্লাহ , তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই , তিনি কিয়ামত দিবসে সকলকে একত্রে করবেনই , এতে কোনো সন্দেহ নেই , আল্লাহ অপেক্ষা আর কার কথা অধিক সত্য হতে পারে ?








আর -রাদ (১৩/২): বাংলা অনুবাদ 


আল্লাহ , যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ। অতঃপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন। এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সবকিছু পরিচালনা করেন। আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন , যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমার আত্মবিশ্বাসী হতে পারো। 










ইব্রাহিম (১৪/৩২) : বাংলা অনুবাদ 




আল্লাহ , যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিযিক (খাদ্য ) উৎপাদন করেন এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন , যাতে তার আদেশে সমুদ্রে তা চলাচল করে এবং নদীসমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। 







ইব্রাহিম (১৪/৩৩): বাংলা অনুবাদ 



আর তোমরা যা চেয়েছ , তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা কর , তবে তার সংখ্যা নিরুপন করতে পারবেনা। নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। 




ত্বহা (২০/৮): বাংলা অনুবাদ 


আল্লাহ , তিনি ছাড়া কোনো ( সত্য )  ইলাহ  নেই ; সুন্দর নামসমূহ তারই। 






আন নূর (২৪/৩৫) : বাংলা অনুবাদ 



আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। তার নূরের উপমা একটি তাকের মতই। তাতে রয়েছে একটি প্রদীপ , প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে। চিমনিটি উজ্জ্বল তারকার মতই। প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বলানো হয় , যা পূর্ব দিকের ও নয় এবং পশ্চিম দিকেরও নয়। এর তেল যেন আলো বিকিরণ করে , যদি তাতে আগুন স্পর্শ না করে। নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা হিদায়েত করেন তার নূরের দিকে। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক অবগত। 





আর -রোম (৩০/১১) : বাংলা অনুবাদ 



আল্লাহ সৃষ্টির সূচনা করেন , তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন। তারপর তার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে। 







আর - রোম (৩০/৪০) : বাংলা অনুবাদ 




আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন , তারপর তোমাদেরকে রিযিক দিয়েছেন। এরপর তিনি তোমাদের মৃত্যু দেবেন , পরে আবার তোমাদের জীবন দেবেন। তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি , যে এ থেকে কোনো কিছু করতে পারবেন ? তিনি পবিত্র এবং তারা যাদের শরীক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। 





আর - রোম (৩০/৪৮) : বাংলা অনুবাদ 




আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন ফলে তা মেঘমালাকে ধাওয়া করে ; অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খন্ড - বিখন্ড করে দেন , ফলে তুমি দেখতে পাও , তার মধ্যে থেকে নির্গত হয় বারিধারা। অতঃপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা বারী বর্ষণ করেন , তখন তারা হয় আনন্দিত। 







আস - সাফফাত (৩৭/১২৬) : বাংলা অনুবাদ 





আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।   




আজ - যুমার (৩৯/৬২) বাংলা অনুবাদ 




মহান আল্লাহ তায়ালা সমস্ত পৃথিবীর  সব কিছুর স্রষ্টা এবং তিনি  সকল কিছুর তত্বাবধায়ক। 






আজ - যুমার (৩৯/৬৩) বাংলা অনুবাদ 





আসমানসমূহ  ও জমিনের চাবিসমূহ তারই কাছে। আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে   তারাই ক্ষতিগ্রস্ত। 





আল - মুমিন (৪০/৬১) বাংলা অনুবাদ 





আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা বিশ্রাম করতে পার এবং  দিনকে করেছেন আলোকউজ্জ্বল। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু  অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। 






আল - মুমিন (৪০/৬২) বাংলা অনুবাদ 




তিনি আল্লাহ, তোমাদের রব, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোন সত্য বা ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে? 





আল - মুমিন (৪০/৬৩) বাংলা অনুবাদ 





যারা আল্লাহর নির্দেশাবলীকে অস্বীকার করে, তাদেরকে এভাবেই ফিরিয়ে নেয়া হয়। 



আল - মুমিন (৪০/৬৪) বাংলা অনুবাদ 



আল্লাহ , যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন  আসমানকে করেছেন ছাদ। আর  তোমাদেরকে আকৃতি দিয়েছেন , অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে পবিত্র বস্তু থেকে রিজিক দান করেছেন। তিনি মহান আল্লাহ , তোমাদের এবং সমগ্র কিছুর সৃষ্টিকর্তা। সুতরাং সমগ্র সৃষ্টিকুলের রব কত বরকতময়। 





আল - মুমিন (৪০/৬৫)  বাংলা অনুবাদ 


তিনি চিরঞ্জীব , তিনি ছাড়া কোনো (সত্য ) ইলাহ নেই। সুতরাং তোমরা দিনকে (ইসলাম ) তার জন্য একনিষ্ঠ করে তার ইবাদাত করো। সকল প্রশংসা আল্লাহর যিনি সমগ্রহ সৃষ্টিকুলের রব। 






আল - মুমিন (৪০/৬৭) বাংলা অনুবাদ 


তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর শুক্রবিন্দু থেকে , তারপর আলাকা থেকে।  অতঃপর তিনি তোমাদেরকে শিশু রূপে বের করে আনেন। তার পর যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ কর , অতঃপর যেন তোমরা বৃদ্ধ হয়ে যাও। আর তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছে যাও। আর যাতে তোমরা অনুধাবন কর। 





আল মুমিন (৪০/৬৮) বাংলা অনুবাদ 






তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তিনি যখন কিছু করার সিদ্ধান্ত নেন , তখন তিনি এজন্য বলেন  'হও ' ফলে তা হয়ে যায়। 






আল মুমিন (৪০/৬৯) বাংলা অনুবাদ 



আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন , যাতে তোমার এদের কতকের উপর আহরণ করতে পারো আর কতকে তোমরা খেতে পারো। 



আশ -শুরা (৪২/১৭) বাংলা অনুবাদ 



আল্লাহ যিনি সত্য সহ কিতাব মিজান নাজিল করেছেন। আর কিসে তোমাকে জানাবে , হয়তো কিয়ামত নিকটবর্তী ?










আত- ত্বলাক্ক (৬৫/১২) বাংলা অনুবাদ 





তিনিই আল্লাহ , যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন , এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমার জানতে পারো যে , আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞানতো সব কিছুকে বেষ্টন করে আছে। 





আর আল্লাহ ভালো জানেন। 











Post a Comment